আকাশযানের প্রকারভেদ

আকাশযানের প্রকারভেদ (Types of aircraft ) নিয়ে আজকের আলোচনা। আমরা সহজ কথায় বলতে পারি বাতাসের ওপর ভর করে যে যান উড়তে পারে, তাকে আমরা আকাশযান বা এয়ারক্রাফ্ট বলে থাকি। আকাশযানের প্রকারভেদ করার অনেক উপায় আছে। চলুন একে একে দেখে নেয়া যাক।

আকাশযানের প্রকারভেদ

আকাশযানের প্রকারভেদ

 

আকাশযানের মধ্যে রয়েছে:

ঘুড়ি :

ঘুড়ি এক প্রকারের হাল্কা খেলনা, যা সুতা টেনে আকাশে ওড়ানো হয়। পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে সাধারণত ঘুড়ি তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশার ঘুড়ি রয়েছে। কিছু জায়গায় অনেক বড় বড় ঘুড়ি উড়াবার প্রচলন ছিল।

 

আকাশযানের প্রকারভেদ

বেলুন :

বেলুন বা ইংরেজিতে Balloon হচ্ছে গ্যাস যেমন হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড অথবা বাতাস ভর্তি একটি ব্যাগ বা থলে। বেলুনের আবিস্কার হয়েছি চীনে। আধুনিক বেলুন যদিও রাবার, ল্যাটেক্স, পলিক্লোরোফেরেন, নাইলন দিয়ে তৈরি হয়, তবে পূর্বে বেলুন তৈরি হতো পশু যেমন শুকরের মূত্রথলী থেকে। বহুকাল ধরে বেলুনকে মানুষ তার আকাশযান হিসেবে ব্যবহার করছে।

 

 

আকাশযানের প্রকারভেদ

 

হেলিকপ্টার:

হেলিকপ্টার বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম এমন একটি আকাশযান যার উর্দ্ধগতি সৃষ্টি হয় এক বা একাধিক আনুভূমিক পাখার ঘুর্ণনের সাহায্যে, উড়োজাহাজের মত ডানার সম্মুখগতির সাহায্যে জন্য নয় । এই পাখাগুলো দুই বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত যারা একটি মাস্তুল বা শক্ত দন্ডকে কেন্দ্র করে ঘোরে।

 

আকাশযানের প্রকারভেদ

 

উড়োজাহাজ:

উড়োজাহাজ বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম এক ধরনের আকাশযান। যাত্রী ও পণ্য পরিবহন এবং যুদ্ধে এটি ব্যবহৃত হয়। উড়োজাহাজ নামটি এসেছে উড় বা ওড়া এবং জাহাজ বা পোত শব্দদুটি একত্রিত করে। উড়োজাহাজকে আমেরিকা, কানাডাসহ অনেক স্থানে এয়ারপ্লেন (“airplane”) বলে।

 

আকাশযানের প্রকারভেদ

 

রকেট:

রকেট বা ইংরেজিতে Rocket একটি বিশেষ ধরনের প্রচলন কৌশল। এটি এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে সৃষ্ট উৎপাদকগুলিকে প্রবল বেগে যানের নির্গমন পথে বের করে দেয়া হয় এবং এর ফলে উৎপন্ন ঘাতবলের কারণে রকেট বিপরীত দিকে প্রবল বেগে অগ্রসর হয়।

সকল প্রকারভেদের মধ্যে বাতাসের চেয়ে হালকা-ভারীর প্রকারভেদটি সবচেয়ে গুরুত্বপুর্ণ। এই পার্থ্যক্যটিই এয়ারক্রাফট আবিস্কারে বিপ্লব করেছিল। সেই হিসেবে আকাশযানগুলো দুই ভাগে ভাগ করা যায়:

 

আকাশযানের প্রকারভেদ

 

বাতাসের চেয়ে ভারী:

বাতাসের চেয়ে ভারী যানগুলো সাধারণত তিন রকম হয়:

  • ইঞ্জিনচালিত
  • ইঞ্জিনবিহিন
  • মানব শক্তিচালিত

 

বাতাসের চেয়ে হালকা:

বাতাসের চেয়ে হালকা যানগুলো হলো:

  • এয়ারশিপ
  • মুক্ত বেলুন
  • নিয়ন্ত্রিত বেলুন

 

ইঞ্জিনবিহীন আকাশযান:

গ্লাইডার:

গ্লাইডার হচ্ছে এক ধরনের উড়োযান যার দ্বারা ইঞ্জিন ব্যবহার না করেই ওড়া সম্ভব। পাখিদের ওড়ার কৌশল অনুকরণ করে গ্লাইডার নির্মাণ করা হয়। পরবর্তীতে গ্লাইডারে ইঞ্জিন ব্যবহার করা হয়।

 

সেইলপ্লেন:

সেইলপ্লেন অনেকটা হালকা, ঊর্ধ্বমুখী বাতাস প্রবাহকে ব্যবহার করে উপরে উঠতে পারে। আর ঘুড়ি প্রবাহমান বাতাসে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে।

 

ঘুড়ি:

ঘুড়ি সম্পর্কে আমরা উপরে আগেই বলেছি।

 

গ্লাইডার ও সেইলপ্লেনের মধ্যে পার্থক্য:

সেইলপ্পেন অনেকটা হালকা, ঊর্ধ্বমুখী বাতাসের প্রবাহকে ব্যবহার করে উপরে উঠতে পারে। অপরদিকে গ্লাইডার প্রবহমান বাতাসে বাধাপ্রাপ্ত হয়ে উপরে ওঠে। আমরা আগেই জেনেছি ইঞ্জিনবিহীন আকাশযান সম্পর্কে এখন যানবে ইঞ্জিনচালিত আকাশযান সম্পর্কে।

আকাশযানের প্রকারভেদ

 

ইঞ্জিনচালিত আকাশযানের প্রকারভেদ:

  • অ্যারোপ্লেন
  • রোটরাষ্ট
  • জেট লিপ্ট
  • ওরনিথস্টার
  • এয়ারশিপ
  • রকেট

 

রোটোক্র্যাফট বা হেলিকপ্টার:

হেলিকপ্টার বাতাসের চেয়ে ভারী অথচ উড্ডয়নক্ষম এমন একটি আকাশযান যার উর্দ্ধগতি সৃষ্টি হয় এক বা একাধিক আনুভূমিক পাখার ঘুর্ণনের সাহায্যে, উড়োজাহাজের মত ডানার সম্মুখগতির সাহায্যে জন্য নয় । এই পাখাগুলো দুই বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত যারা একটি মাস্তুল বা শক্ত দন্ডকে কেন্দ্র করে ঘোরে।

 

ওরনিথপ্টার:

ওরনিঘণ্টার হলো ফ্লাপিং ডানাযুক্ত, যা অনেকটা দেখতে পাখির মতো যা জানা ঝাপটে ওড়ে ।

 

উড়োজাহাজের প্রকারভেদ:

  • ল্যান্ডপ্লেন যা ভূমির উপর বিমানবন্দরে অবতরণ
  • সমুদ্রে অবতরণকারী উড়োজাহাজ।
  • এমফিবিয়ান বা উভয় স্থানে অবতরণকারী উড়োজাহাজ।
  • সোলার প্লেন যা সৌরবিদ্যুৎ দ্বারা চালিত উড়োজাহাজ।
  • ভি.টি.ও.এল যা হেলিকপ্টারের মতো উপরে উঠতে পারে।
  • ড্রোন যা মানুষবিহীন পরিচালিত হয়।

 

পানি থেকে উড়া উড়োজাহাজের প্রকার:

  • ভাসমান বা ফ্লোট প্লেন
  • উড়ন্ত নৌকা বা ফ্লাইংবোট

 

বোটরক্রাফ্ট, রোটারি মেশিন ক্রাফট বা হেলিকপ্টারের প্রকারভেদ:

  • হেলিকপ্টার
  • কনভাটিপ্লেন
  • জায়ারোপ্লেন
  • কম্পাউন্ড হেলিকপ্টার

 

আরও দেখুন: