এভিয়েশন ক্যারিয়ার

এভিয়েশন ক্যারিয়ার সূচি, এভিয়েশন নিয়ে সকল আর্টিকেল এর লিংক এইখানে পেয়ে যাবেন যা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এভিয়েশন মূলত অ্যারোনটিক্স শিল্পের এক বাস্তবসম্মত প্রয়োগ। এর মধ্যে এয়ারক্র্যাফট (প্রধানত বাতাসের চাইতে ভারী সমূহ) ডিজাইন, গঠন, উৎপাদন, পরিচালন এবং ব্যবহারবিধি অন্তর্গত। এভিয়েশন শব্দটি ক্রিয়াপদ এভিয়ার এর সঙ্গে (যার আগমন লাতিন শব্দ এভিস থেকে,বঙ্গানুবাদ পাখি) ফ্রেঞ্চ লেখক এবং প্রাক্তন নেভাল অফিসার গ্যাব্রিয়েল লা লান্ডেল শন (ইংলিশের ক্ষেত্রে) বিভক্তি প্রয়োগে ১৮৭৩ সালে উদ্ভাবন করেন।

এভিয়েশন ক্যারিয়ার সূচি

সভ্যতার সূচনা থেকে মানুষ আকাশে উড়তে পারে এমন অনেক কিছু আবিষ্কারের নেশায় মত্ত থেকেছে। প্রথম দিকে এইসব আবিষ্কার ছিল পাথর কিংবা পালক নির্মিত, যেমনঃ অস্ট্রেলিয়ার বুমেরাং,আকাশ লন্ঠন (the hot air Kongming lantern), ঘুড়ি প্রভৃতি। ইকারাস এবং জামশিদ হচ্ছে সেইসব মনুষ্য কিংবদন্তি যারা আকাশে উড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ভূলুণ্ঠিত হয়ে প্রাণ হারান।

এভিয়েশন ক্যারিয়ার সূচি

তৎকালীন সময়ে কম দূরত্ব অতিক্রম্য বেশ কিছু উড়ন্ত মাধ্যম সাফল্য লাভ করেছিল, তন্মদ্ধে ৪২৮-৩৪৭ খ্রিস্টপূর্বে টারেন্টাম (বর্তমান টরেন্টো) এর শ্রেষ্ঠ দার্শনিক আরকিটাসের স্বয়ংক্রিয় উড়োযান, ৮১০- ৮৮৭ খ্রিষ্টাব্দে আব্বাস ইবনে ফিরনাসের পাখা সমৃদ্ধ উড়োযান, ১১তম শতাব্দীতে আল্মার এর গ্লিডিং ফ্লাইট, কিংবা ১৬৮৫-১৭২৪ এর মধ্যে পর্তুগিজ ধর্মপ্রচারক বারতলমিউ দে গুসমাও এর বাতাসের চাইতে হাল্কা এয়ারশিপ ডিজাইন উল্লেখযোগ্য।

 

এভিয়েশন ক্যারিয়ার সূচি

 

  • উড়োজাহাজ আবিষ্কার
  • আকাশযানের প্রকারভেদ
  • উড়োজাহাজের কাঠামো
  • উড়োজাহাজের কন্ট্রোল সার্ফেস
  • উড়োজাহাজের ইঞ্জিন
  • উড়োজাহাজ তৈরি
  • উড়োজাহাজের ইলেকট্রিক সিস্টেম
  • উড়োজাহাজের এয়ার নেভিগেশন সিস্টেম
  • উড়োজাহাজ কেন অধিক উচ্চতায় উড্ডয়ন করে?
  • উড়োজাহাজের অভ্যান্তরীণ পরিবেশ
  • উড়োজাহাজের নেভিগেশন লাইট
  • উড়োজাহাজের এয়ার ডেটা
  • উড়োজাহাজের অটোপাইলট সিস্টেম
  • উড়োজাহাজ পর্যবেক্ষণ
  • হেলিকপ্টার আবিষ্কার
  • উড়োজাহাজের নিয়মাবলি
  • এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পেশা [ ক্যারিয়ার ক্যাটালগ ]
  • এয়ারক্রাফ্ট পাইলট [ ক্যারিয়ার ক্যাটালগ ]
  • কীভাবে কেবিন ক্রু হবে?
  • অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন
  • এয়ার ট্রাফিক কন্ট্রোলার লাইসেন্স (ATC)
  • বিদেশে উচ্চশিক্ষা

 

এভিয়েশন ক্যারিয়ার সূচি

 

Leave a Comment