চীন শনিবার (৮ এপ্রিল) তাইওয়ান প্রণালী ও এর আশপাশে তিন দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে, যা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড শাপ সোর্ড’ (United Sharp Sword), যা চীনের ভাষায় একটি ‘যুদ্ধ প্রস্তুতির টহল ও প্রশিক্ষণ’ কর্মসূচি।
চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে তারা “সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ” নিচ্ছে। কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, এই মহড়া মূলত তাইওয়ানের চারদিক ঘিরে বিমান ও নৌবাহিনীর সম্মিলিত প্রস্তুতি ও অভিযান পরিচালনার অনুশীলন।
চীনের তিন দিনের সামরিক মহড়া শুরু
চীনের এই সামরিক পদক্ষেপ আসে ঠিক সেই সময়, যখন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েন তাঁর উত্তর আমেরিকা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে ক্যালিফোর্নিয়ায় সাক্ষাৎ করেন। এই বৈঠককে ঘিরে আগেই বেইজিং কড়া প্রতিক্রিয়া জানায় এবং হুঁশিয়ারি দেয়, এ ধরনের বৈঠকের জন্য “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হতে পারে।
চীন বরাবরই তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং দ্বীপটিকে বলপ্রয়োগে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাইওয়ানকে স্বাধীন ও গণতান্ত্রিক অংশ হিসেবে বিবেচনা করে, যার ফলে এই অঞ্চলকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা দিন দিন তীব্রতর হচ্ছে।
এই মহড়া তাইওয়ানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
1 thought on “চীনের তিন দিনের সামরিক মহড়া শুরু”