৩৭০০০ ফুট উচ্চতায় বিমানের দরজা খুলতে গেলেন নারী, ৩৭,০০০ ফুট ওপরে আকাশে উড়ে যাচ্ছিল বিমান। এক নারী ঐ বিমানের দরজা খোলার চেষ্টা করেন । এমতবস্থায় তাঁকে বাধা দেওয়ায় ক্রুকে কামড়ে দেন তিনি। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ফ্লাইটটি যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল। সেখানেই ঘটে এ ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিমানের দরজা খুলতে গেলেন নারী ৩৭০০০ ফুট উচ্চতায়
ওই নারী বিমানের পেছনের দিকে গিয়ে বের হওয়ার দরজার কাছে দাঁড়িয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়। এই সময় এক ক্রু তাকে শৌচাগার ব্যবহার করতে অথবা সিটে বসতে বলেন। তবে এরমধ্যেই তিনি বিমানের দরজার হাতল ধরে টানতে থাকেন। পরে ক্রু এসে তাকে থামাতে চাইলে তিনি ক্রুকে কামড়ে দেন।
ওই নারীকে থামানোর পর তিনি মেঝেতে মাথা ঠুকতে শুরু করেন আর বলতে থাকেন, যিশু তাকে ওহাইওর উদ্দেশে উড়তে বলেছিলেন এবং তিনিই বলেন বিমানের দরজা খুলতে। এ ঘটনার পরে গোলযোগের কারণে পাইলট লিটল রকের বিল এবং হিলারি ক্লিনটন জাতীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন।
অবতরণের পর ওই নারীকে কর্মকর্তারা আটক করে সরিয়ে নেন এবং কামড়ের শিকার ক্রুকে চিকিৎসা দেওয়া হয়। ওই নারী পরে পুলিশকে বলেছেন, তিনি তার স্বামীকে না জানিয়ে বাড়ি ছেড়েছেন ও মেরিল্যান্ডে পারিবারিক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভেবেছিলেন।
ওই নারী দাবি করেন, তিনি বিমানে চড়েন না অনেক দিন । তাই তিনি উড়ান নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। বিমানে তাঁর শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং সাধারণত এ ধরনের কাজ করেন না।
আরও দেখুনঃ