ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচল বিঘ্নিত, শীতের তীব্রতা বাড়ছে নীলফামারীতে। এ অঞ্চলের আকাশ পথে যান চলাচল বিঘ্ন ঘটছে ঘন কুয়াশার কারণে । ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।
বিমানবন্দরটির স্টেশন ম্যানেজার সুপল্লব ঘোষ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন । তিনি জানান, বিমানবন্দরের বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি ঘন কুয়াশার কারণে । দৃষ্টি সীমানা পরিমাপ করছি। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। আসা করি বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাব কিছুক্ষণের মধ্যে ।

সৈয়দপুরে বিমান চলাচল বিঘ্নিত
বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, সকাল সাতটায় মাত্র ৫০ মিটার দৃষ্টিসীমা ছিল বিমানবন্দর এলাকায় । সকাল ৮টায় ৭০ মিটার, সকাল ৯টায় ৬০০ মিটার, যা দুপুর সাড়ে ১২টায় বেড়ে দাড়িয়েছে ১৫০০ মিটার পর্যন্ত। সাধারণত রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে । তাই কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। শুধু তাই নয় গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। সূচী অনুযায়ী সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ১০টা ৩০ মিনিটে ইউএস-বাংলার দুটি, সকাল ৮টা ও সকাল ১০টা ১০ মিনিটে নভোএয়ারের দুটি এবং সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল।

তাছাড়াও সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল ৯টা ও দুপুর ১২টায় ইউএস-বাংলার দুটি, সকাল ৯টা ৩০ মিনিট ও সকাল ১১টা ৪০ মিনিটে নভোএয়ারের দুটি এবং সকাল ৯টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের কথা ছিল। এর ফলে ওই পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন।