বিমানবন্দরে বিয়ারসহ আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিমানবন্দরে বিয়ারসহ আটক ২

 

বিমানবন্দরে বিয়ারসহ আটক ২

 

আটক দুই ব্যক্তি হলেন—মো. বেলাল হোসেন (৩২) এবং মো. আবুল হোসেন (৪৫)। তাদের কাছ থেকে ২,৭১২ ক্যান বিদেশি বিয়ার, মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ১,৯০০ টাকা জব্দ করা হয়েছে।

 

বিমানবন্দরে বিয়ারসহ আটক ২

 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমদ গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব বিদেশি বিয়ার সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসে। পরবর্তীতে সেগুলো বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করছিলো তারা।

 

বিমানবন্দরে বিয়ারসহ আটক ২

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য রাজধানীতে এনে বিভিন্ন চক্রের কাছে পৌঁছে দিচ্ছিল। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।