হঠাৎ করেই মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, প্রাণে বাঁচলেন ২৭৮ যাত্রী | যুক্তরাষ্ট্রের- অ্যারিজোনা থেকে হাওয়াইয়ের হনলুলুতে যাওয়ার পথে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে একটি ফ্লাইট। ১১ যাত্রী গুরুতর আহত হয়েছেন সিটবেল্ট না বাঁধায় । এতে ত্রুসহ মোট ২৭৮ জন যাত্রী বেঁচে গেছেন। হাওয়াইয়ান এয়ালাইন্সের কর্মকর্তারা ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে অভিহিত করেছেন। এর আগে এমন ঘটনা দেখা যায়নি। খবর আইরিশ এক্সামিনার।

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে বিমান
এয়ারলাইন্সটির চিফ অপারেটিং অফিসার জন স্নুক জানান, সাম্প্রতিক ইতিহাসে হাওয়াইয়ান এয়ারলাইন্স এই ধরনের ঘটনা ঘটেনি। তিনি জানান, ফ্লাইটটি ২৭৮ জন যাত্রীতে পূর্ণ ছিল এবং ১০ জন ক্রু ছিল। ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে কারও মৃত্যুর ঘটনা শুনা যায়নি ।

আহতদের কারও মাথা ফেটে গেছে, আঁচড় লেগেছে অথবা ক্ষত হয়েছে। বিমানের অত্যাধিক গতির কারণেই অনেকেই বমি করেছেন। আহতরা বলছেন, কারও মৃত্যু হয়নি জেনে ভাল লাগছে। আহতদের মধ্যে তিনজন ক্রুও ছিলেন। তারা বিমানের কোনো ক্ষতি হয়েছে কি না কিংবা কেন তাৎক্ষণিক অবতরণ করা হয়নি, এসব ব্যাপারে কোনো কিছু জানাতে পারেননি।
বিমানযাত্রী কায়লি রেয়েস হাওয়াই নিউজ নাওকে বলেছেন, হঠাৎ করে বিমানে ঝাঁকুনি শুরু হয়, এতে তার মা গুরুতর আঘাত পান। তিনি সিট বেল্ট বাঁধারও সময় পাননি। ঝাঁকুনিতে তিনি ছিটকে ছাদে আঘাত পান। গোলযোগের সময় বিমানটি কত উচ্চতায় অবস্থান করছিল তাও জানাতে পারেনি হাওয়াইয়ান এয়ারলাইন্স। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করবে।

জন স্নুক বলেন, গোলযোগের সময় বিমানের কিছু অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে। কেউ কেউ সিট বেল্ট না পরায় সমস্যা হয়েছে। হনলুলুর জাতীয় আবহাওয়া সার্ভিসের কর্মকর্তা থমাস ভন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। এয়ারলাইন্স কর্মকর্তাদের নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকার ব্যাপারে জানা থাকার কথা।
2 thoughts on “মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে বিমান”